বান্দরবান সরকারি কলেজে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবান সরকারি কলেজ আয়োজিত বিতর্ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মকছুদুল আমিন।

বান্দরবান সরকারি কলেজে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি এই কর্মশালা এবং বান্দরবান সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মকছুদুল আমিন। কর্মশালায় প্রায় দুইশ’ শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রফেসর মোঃ মকছুদুল আমিন বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীল ও চিন্তাশীল হতে সহায়তা করে। বিতর্ক যেমন একজন ব্যক্তির আত্মউন্নয়নে ভূমিকা রাখে, তেমনি সমাজের উন্নয়নেও তা ভূমিকা রাখে।

এ কর্মশালায় বাংলা সংসদীয় বিতর্ক ও সনাতনী বিতর্কের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ অংশ পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাইটির সদস্য ইনতিছার বিন ইসমাইল ও মোঃ হাসিব খান। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে পরবর্তীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বিপম চাকমার সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল মোমেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোর্শেদ আলী।
– প্রেস বিজ্ঞপ্তি


শেয়ার করুন