২৫০ শয্যায় উন্নীত হচ্ছে বান্দরবান সদর হাসপাতাল

১শ’ শয্যার বান্দরবান সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সরকারের গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নতুন এই হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অং সুই প্রু, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।

১৯৮৯ সালে নির্মিত ৫০ শয্যার বান্দরবান সদর হাসপাতাল ২০০১ সালে ১শ’ শয্যায় উন্নীত হয়।

– নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

শেয়ার করুন