নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
২০১৮ সালেই প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ যাবে: সরকারের ওয়াদা- পার্বত্য প্রতিমন্ত্রী

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান ॥ ২০১৮ সালের মধ্যেই বাংলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে, এটা সরকারের ওয়াদা। দেশ এগিয়ে গেছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এগিয়ে গেছে শিক্ষায়। শনিবার দুপুর ২ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি এ কথা বলেন।

জনসভায় যোগদানের আগে পার্বত্য প্রতিমন্ত্রী দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ইউনিয়ন পরিষদ ভবন, বাইশারী বাজার হয়ে বটতলি বাজার পর্যন্ত ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা, ফারিখালের উপর সাড়ে ৩ কোটি ব্যয়ে নির্মাণাধীন ব্রীজ, রাজঘাট ফারিখালের উপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রাবার ড্যাম, বটতলি বাজারের গর্জন খালের উপর ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজ, ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের লালমোহন ছাত্রাবাসসহ মোট ২৫ কোটি টাকার ৬টি প্রকল্প উদ্বোধন করেন। এছাড়া তিনি বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসাকে পরিপূর্ণ মাদ্রাসা প্রতিষ্ঠা ও এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যচিং চাক, আওয়ামী লীগ নেতা মংয়ে চাক, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নূর প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, মহিলা আওয়ামী লীদের সাধারণ সম্পাদক চিংচিং মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের কোম্পানী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শফিউল্লাহ, সদস্য সচিব ইমরান মেম্বার, বাইশারী তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আবু মুসা, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাঃ মংথোয়াইহ্লা মার্মা প্রমুখ।

শেয়ার করুন