হামলা-নির্যাতনের প্রতিবাদে রাজপথে খাগড়াছড়ির সাংবাদিকরা

দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন। ছবি- আল-মামুন।

খাগড়াছড়ি প্রতিনিধি।। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে পুলিশ রাজনৈতিক নেতাকর্মীসহ একের পর এক সাংবাদিকের উপর হামলা-নির্যাতনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে খাগড়াছড়িতে। শনিবার খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কেইউজের উদ্যোগে জেলা শহরের শাপলা চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে পেশাজীবি সাংবাদিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও গণমাধ্যমে বিধিনিষেধ আরোপের নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্থ সংবাদকর্মীদের সরকারি কোষাগার থেকে আর্থিক সহায়তার দাবি জানান। সে সাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপুরণ, লেখার পূর্নাঙ্গ স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেইউজে সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিষ্ট এসোসিশনের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, কেইউজে নেতা ও সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, আরটিভি প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার, ডেইলি ষ্টার ও ডিবিসির জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, সাংবাদিক মুজিবুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকরা এতে বক্তব্য রাখেন। এ সময় খাগড়াছড়ির পেশাজীবি প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন এতে সংহতি প্রকাশ করে।

পরে মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাব হয়ে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ করেন।

শেয়ার করুন