হকিতে বাংলাদেশের চারধাপ উন্নতি

তিন দশকের বেশি সময় পর ঢাকার মাঠে অনুষ্ঠিত হকিতে বাংলাদেশ ষষ্ঠস্থান লাভ করে। সাম্প্রতিক এই পারফরমেন্সের ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে। আন্তর্জাতিক হকি র‌্যাঙ্কিংয়ে (এফআইএইচ) চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।
দীর্ঘদিন ধরে ৩৪তম স্থানে ছিল বাংলাদেশ। এশিয়া কাপ শেষে এফআইএইচ থেকে সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ একলাফে উঠে এসেছে ৩০ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে উন্নতিতে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ মাহবুব হারুন বলেছেন, ‘২০১৩ সালে বিশ্ব হকি লিগের পর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৯ নম্বরে ওঠেছিল। পরে আবার আমরা পিছিয়ে পড়ি। এবার ভালো অবস্থানে এসেছি। এখন দেখার বিষয় ফেডারেশন কতটুকু কী করতে পারে।’
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর অবস্থান অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত আছে ষষ্ঠ স্থানে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তান একধাপ উন্নতি করে ওঠে এসেছে ১৩তম স্থানে।
শেয়ার করুন