হংকং গমনেচ্ছু কর্মীদের জন্যে বান্দরবানে ক্যান্টনিজ ভাষার কোর্স শুরু

বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হংকংয়ের ক্যান্টনিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

অভিবাসনে পিছিয়ে পড়া জেলার বাসিন্দাদের মধ্যে যারা বিদেশে যেতে চান, তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্যে বান্দরবানে শুরু হয়েছে হংকংয়ের ক্যান্টনিজ ভাষা প্রশিক্ষণ কর্মসূচি। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বান্দরবানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দীন পাটওয়ারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. অং সুই প্রু, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় প্রতি ব্যাচে ৩০ জন বিদেশ গমনেচ্ছু ব্যক্তিকে চার মাস ব্যাপী ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন