স্কুলছাত্রীর সাথে জোর করে ছবি তুলে এলাকায় পোস্টারিং

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর সাথে জোর করে ছবি তুলে সেই ছবি এলাকায় পোস্টারিং করেছে এক কিশোর। ভুক্তভোগী ছাত্রীর মা ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। ২৮ আগষ্ট রাতে ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে।

স্কুলছাত্রীর মা জানান, তাঁর মেয়ে কক্সবাজারের চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ২২ আগষ্ট স্কুলে যাবার পথে ফাঁসিয়াখালির বড়ছনখোলা এলাকার মামুন (১৫) নামের এক কিশোর তার মেয়েকে জোর করে জড়িয়ে ধরে ছবি তোলে। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে ছবিগুলো দিয়ে মেয়েকে জিম্মি করার চেষ্টা করে। এরপর মেয়েটি ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিলে মামুন ও তার বন্ধুরা ছবিগুলো প্রিন্ট করে এলাকার বিভিন্ন দেয়ালে লাগিয়ে দেয়। তারা ফেইসবুকের মাধ্যমেও ছবিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২৮ আগষ্ট রাতে ছাত্রীর মা বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ওই কিশোর এবং অজ্ঞাত আরো ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযুক্ত কিশোরের মা বলেন, আমার ছেলে অনেকদিন ধরে বাড়িতেই নেই। তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, মেয়ের মা মামলা দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন