সুরের মুর্ছণায় বান্দরবানে শুরু হলো সাংস্কৃতিক উৎসব

বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে র্বণাঢ্য আয়োজনে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। এতে বিভিন্ন জাতিসত্তার শিল্পীরা নেচে গেয়ে অংশ নেয়। ছবি- খোলাচোখ ডট কম।

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,  অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মং নু চিং, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলীপ কুমারসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উৎসবের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বড় পর্দায় প্রদর্শন করা হয়। এ ছাড়াও পার্বত্যাঞ্চলের বর্ণাঢ্য কৃষ্টি ও সংস্কৃতির সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন অতিথিরা।

পরে পাহাড়ের বিভিন্ন জাতিসত্বার শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা আয়োজিত এ উৎসব চলবে শনিবার পর্যন্ত।

শেয়ার করুন