সাতকানিয়ায় হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত হয়েছে। তার নাম মো. আবদুল হান্নান ওরফে সোহেল (৩২)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া কোতোয়াল দিঘী এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত সোহেল সাতকানিয়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড় বারদোনা আদর্শ পাড়ার আবদুল আলীমের ছেলে।

খবরটি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর জানান, গত শুক্রবার সকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার গহীন পাহাড়ি এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি এলজি, গুলি, গুলির খোসা, ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে তাকে মোসাদ্দেক হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ছুরি উদ্ধারে একই দিন (শুক্রবার) রাত সাড়ে ১২টার দিকে তাকে সঙ্গে নিয়ে সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া গাজীর পাড়া কোতোয়াল দিঘীর উত্তর-পূর্ব পাড় এলাকায় যাওয়া হয়। এ সময় সোহেলের ৪/৫জন সহযোগী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সহযোগিরা পিছু হটে। এর মধ্যে সোহেল পালানোর চেষ্টা করলে তার সহযোগীদের গুলিতে সে গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৯ রাউন্ড গুলি ছোঁড়া হয়। পরে সোহেলকে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় মোসাদ্দেক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ , সহকারী উপ-পরিদর্শক মো. জিহাদ আলী, কনস্টেবল কামরুল হাসান, সবুজ মিয়া ও নাজমুল হাসান আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন