সাঙ্গু ও মাতামুহুরী নদী বাঁচাতে মানববন্ধন

সাঙ্গু ও মাতামুহুরী নদীর সীমানা নির্ধারণ এবং অবৈধ দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে বান্দরবানে। ১৩ ডিসেম্বর সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা কারিতাস-এর প্রমোশন অফ এগ্রো ইকোলজি প্র্যাকটিসেস ইন দ্যা সিএইচটি প্রকল্প মানববন্ধনটির আয়োজন করে। সেখানে অংশ নেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এতে বক্তারা বলেন, বান্দরবানের পানির অন্যতম উৎস সাঙ্গু ও মাতামুহুরী দু’টি নদী আজ বিপন্ন। অবিলম্বে নদীগুলোর সীমানা নির্ধারণ করে দখল ও দূষণমুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি এমেসিং মারমার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার নেত্রী ড নাই প্রু নেলী।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হয়।

শেয়ার করুন