সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন কিছুই পাননা পৌর কর্মচারিরা!

দেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা নিয়মিত বেতন ভাতা এবং চাকরি শেষে পেনশন- কিছুই পান না। তাই রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পাবার দাবিতে ১৩ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তাঁরা। বান্দরবানেও বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশনের উদ্যোগে সকালে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারিরা। সকাল ৯টা থেকে পৌরসভা অফিস প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদারের নেতৃত্বে এই কর্মসূচিতে পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। এ সময় পৌরসভা কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে। যে কারণে সেবাপ্রার্থী জনগনও ভোগান্তির মুখে পড়ে।

 

শেয়ার করুন