শ্রীলংকায় বোরখা নিষিদ্ধ হলো

Photo: Al Jazeera

শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলার জেরে সেই দেশের নারীদের বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছে। আজ ২৯ এপ্রিল সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হবে। শুধু তাই নয়, মুখ ঢাকা কোনো পোশাকও পরা যাবে না বলে গতকাল রবিবার আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট। জাতীয় নিরাপত্তায় স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। 

দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ডেইলি মিরর জানাচ্ছে, দুই দিন আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে বোরখা নিষিদ্ধ করার স্বপক্ষে শ্রীলঙ্কার পার্লামেন্টে একটি বেসরকারি প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে সাংসদ অশু মারাসিংঘে বলেন, বোরখা মুসমিল মহিলাদের সনাতন পোশাক নয়। 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় চার্চ ও বিলাসবহুল হোটেলে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫০ জন প্রাণ হারান। আর আহত হন আরো অন্তত ৫০০ জন। পরে এই হামলার দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। যদিও আইএস-এর দায় স্বীকারের বিষয়টি নানা মহল থেকে সন্দেহের চোখে দেখা হচ্ছে।

এরপর, পরিচয় গোপন করে হামলা বা চলাচল রোধে শ্রীলংকা সরকার নারীদের বোরখা নিষিদ্ধের এই পদক্ষেপ নিলো।

শেয়ার করুন