বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে ইমানুয়েল মেডিকেল সেন্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে বান্দরবান সদর এলাকার জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে বেসরকারী চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান “ইমানুয়েল মেডিকেল সেন্টার”।

আগামি ২ আগষ্ট (শুক্রবার)সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শহরের আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে চলবে এ কার্যক্রম। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। বান্দরবান স্বাস্থ্য বিভাগ ও ইমানুয়েল মেডিকেল সেন্টার যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করেছে।

ইমানুয়েল মেডিকেল সেন্টারের পরিচালক পারখুম লুসাই জানান “ সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবার সাথে সাথে ঔষুধ ও বিতরন করা হবে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে এসময় ঢাকা চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকগণও চিকিৎসা সেবায় অংশ নেবেন”।

“খৎনা, নাক-কান ছেদন, গর্ভকালীন পরীক্ষা-নিরীক্ষা, ইসিজি, রক্তের গ্রুপ পরীক্ষা ও ম্যালেরিয়া পরীক্ষা করা হবে এই কার্যক্রমে”- জানান, পারখুম লুসাই।

সকল জনসাধারণকে যথাসময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সেবা নেওয়ার অনুরোধ করেছে ইমানুয়েল র্কতৃপক্ষ।

শেয়ার করুন