খালেদা জিয়ার মুক্তি দাবিতে খাগড়াছড়ি বিএনিপর অনশন
শীঘ্রই সরকারের পতন ঘন্টা বাজবে

দলীয় সভানেত্রীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে অনশন পালন করে জেলা বিএনপি। ছবি- আল মামুন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি।। সুষ্ঠ নির্বাচন হলে প্রথম রাতেই আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মীদের খুজে পাওয়া যাবে না উল্লেখ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া বলেছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও চট্টগ্রামে শিশু ধর্ষনের আসামীদের রিমান্ডে নেওয়া হয় না। অথচ যৌক্তিক কোটা আন্দোলনকারীদের হামলা নির্যাতন চালিয়ে যাওয়া হচ্ছে।

এতে চিরস্থায়ী ভাবে ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রকাশ পায় মন্তব্য করে শীঘ্রই সরকারের পতন ঘন্টা বাজবে বলে তিনি হুশিয়ারী জানান। সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধ দন্ডের প্রতিবাদ ও মুক্তির দাবীতে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে ছাত্রদল নেতা আনিসুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এমএন আফসার,আ: রব রাজা,যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু,জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আলম সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম,জেলা মহিলা দলের সম্পাদিকা কুহেলী দেওয়ানসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেয়।

 

শেয়ার করুন