শারিরীক দূরত্ব রেখে লাঠির মাথায় বেঁধে খাদ্য সহায়তা দিচ্ছেন যুবলীগ নেতা

লাঠির মাথায় বেঁধে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বান্দরবানের যুবলীগ নেতা আসিফ আকবর।

করোনাভাইরাসের আতঙ্কে ঘরবন্দী মানুষকে অভিনব পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন বান্দরবানের এক যুবলীগ নেতা।

তার নাম আসিফ আকবর। তিনি বান্দরবান সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জনসমাগম এড়িয়ে মাত্র কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে এ কাজ করছেন তিনি। কাছে না গিয়ে লাঠির মাথায় বেঁধে খাবার তুলে দেয়া হচ্ছে দরিদ্র মানুষদের হাতে।

লাঠিটিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা আঁকা রয়েছে।

এক ফেইসবুক স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, শারিরীক দূরত্ব বজায় রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। ভালো লাগলে আপনারাও এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

২৭ মার্চ ১শ’ পরিবার এবং ২৮ মার্চ আরো ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেন আসিফ আকবর।

এ সময় তার বন্ধু আল মিজান চৌধুরী এবং আরেক যুবলীগ নেতা রানা চৌধুরীও তাদের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন।

শেয়ার করুন