শান্তিচুক্তির ২০ বছরপূর্তিতে বান্দরবানে জনসংহতি সমিতির বিক্ষোভ কর্মসূচি

পার্বত্য শান্তিচুক্তির ২০ বছরপূর্তি উপলক্ষে বান্দরবানে জনসংহতি সমিতির বিক্ষোভ মিছিল। ছবি: মংখিং মারমা।

পার্বত্য শান্তিচুক্তির ২০ বছরপূর্তিতে বান্দরবানে বিভিন্ন কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ২ ডিসেম্বর শনিবার দুপুরে দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় রাজবাড়ি মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। এরপর পাহাড়ের ভূমি বিরোধ নিষ্পত্তি, মানবাধিকার লঙ্ঘনের বিচারসহ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা, কেন্দ্রীয় নেতা কে.এস. মং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী ওয়াইচিংপ্রু মারমা প্রমুখ। 

শেয়ার করুন