লোহাগাড়ার করোনা রোগী ঘুরে গেলেন বান্দরবান; বালাঘাটায় ৫ বাড়ি লকডাউন

বান্দরবান শহরের বালাঘাটার সিকদার পাড়ায় করোনো পজেটিভ ব্যক্তি অবস্থান করছে জানার পর প্রশাসন ওই বাড়ী লকডাউন করে দেয়। ছবি- খোলা চোখ ডটকম।

বান্দরবান প্রতিনিধি – চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৪৩ বছর বয়স্ক এক স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ হওয়ায় ওই ব্যক্তির বান্দরবানের বসত-বাড়িসহ অন্তত ৫ টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

গত বৃহস্পতিবার ওই ব্যক্তি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে তিনি বান্দরবানে এসে পরিবারের সাথে বেশ কয়েকবার দেখা করেন। আজ রবিবার তার পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তার সংস্পর্শে আসায় পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টিন করে বাড়ি লকডাউন করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তির করোনা পজেটিভ আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রাতেই বান্দরবান শহরের বালাঘাটা সিকদার পাড়ায় গিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আরো ৪টি বাড়িকে লকডাউন করেন।

এ সময় বান্দরবানের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর, পুলিশ সদস্যসহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘করোনায় আক্রান্ত হওয়া কোন অপরাধ নয়। এবং করোনায় আক্রান্ত ব্যক্তি অপরাধী নয়।

করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে হামলা বা তার পরিবারের সদস্যদের হেনস্তা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। এটি একটি বৈশ্বিক সমস্যা। মনে রাখতে হবে দেশটা আমাদের সবার। করোনায় আক্রান্ত মানুষ আমাদেরই ভাই বোন মা বাবা অথবা আত্মীয় প্রতিবেশী।

আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যাতে আপনি ফৌজদারি অপরাধে দন্ডিত হয়ে যেতে পারেন। এ যুদ্ধ মোকাবেলা করতে মানবিকতা আর স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নাই।’

এদিকে এ ঘটনার পর থেকে করোনা সংক্রমনের আশংকায় এলাকায় আতংক বিরাজ করছে।

শেয়ার করুন