লামায় গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ড

লামা,বান্দরবান প্রতিনিধি।। গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে বান্দরবানের লামায় একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে ব্যবসায়ী লোকমান সওদাগরের বসতঘরে এ ঘটনা ঘটে। এসময় বসতঘরের সাথে লাগোয়া রান্নাঘরটি সর্ম্পূণ পুড়ে যায়। অাগুন লাগার সাথে সাথে আশেপাশের মানুষ দ্রুত আগুন নেভানো শুরু করেন। এর কিছুক্ষণ পরেই লামা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বাড়ির মালিক মো. লোকমান সওদাগর বলেন, বিকেলে লামা বাজারের হাইস্কুল রোডের মো. জাকির হোসেনের দোকান থেকে একটি এল.পি গ্যাস সিলিন্ডার ক্রয় করি। মোবাইলে ফোন করলে তারা সিলিন্ডারটি আমার বাড়িতে দিয়ে যায়।  সিলিন্ডারটি চুলায় সংযুক্ত করে  আগুন দেয়া মাত্র  চারদিকে আগুন ধরে যায়।

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিষয়ে দোকান মালিক মো. জাকির হোসেন বলেন, আমার লাইসেন্স নেই। এল.পি গ্যাস বিক্রয় ও মজুদের আবেদন করেছি। সিলিন্ডার গুলো মেয়াদোত্তীর্ণ কিনা খেয়াল করিনি।

এদিকে লামা বাজারে ডজন খানেক দোকানে বিনা লাইসেন্সে এল.পি গ্যাস বিক্রয় করা হলেও স্থানীয় প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছেনা। অবৈধ গ্যাস বিক্রেতাদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের জানমালের হেফাজত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সিলিন্ডার বিস্ফোরণ ও দুর্ঘটনা সম্পর্কে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করলে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন