লামায় কোয়ান্টামের বিনামূল্যের চিকিৎসা সেবা

শুক্রবার লামায় কোয়ান্টামের ‍উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যের চিকিৎসা শিবির। এতে বিভিন্ন এলাকার দুঃস্থ রোগীরা সেবা নেন। ছবি- রফিকুল ইসলাম।

বান্দরবান (লামা ) প্রতিনিধি।। বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবার মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত এলাকার বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

শুক্রবার সকালে প্রয়াত চিকিৎসক ডা. দেওয়ান মোহাম্মদ রুবেলের স্মরণে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এই চিকিৎসাসেবা ক্যাম্পে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের মোট ১১৯ জন চিকিৎসক।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ ক্যাম্পটির নেতৃত্ব প্রদান করেন।

স্থানীয় অধিবাসীরা ছাড়াও লামা, আলীকদম, টংকাবতি, গজালিয়া, আজিজনগর, উখিয়া, চুনতি, চকরিয়া, লোহাগাড়া, বান্দরবান সহ দূরদূরান্ত থেকে নানান জাতিগোষ্ঠীর প্রায় ছয় সহস্রাধিক পুরুষ, মহিলা এবং শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শেয়ার করুন