লামায় অবৈধ প্রবেশের সময় ১৪ রোহিঙ্গা আটক

রুপসী পাড়া থেকে অবৈধ প্রবেশের সময় স্থানীদের হাতে আটক হওয়া ১৪ মিয়ানমারের নাগরিক।

রফিকুল ইসলাম, বান্দরবান (লামা) প্রতিনিধি।। বান্দরবানের লামায় অবৈধ অনুপ্রবেশের সময় ১৪ মিয়ানমারের নাগরিককে আটক করেছে স্থানীয়রা। সকালে লামা পৌর শহরের মিশনঘাট এলাকা থেকে ৮টি মোটর সাইকেলে চড়ে রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম মংপ্রু পাড়ায় পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে পার্শ্ববর্তী সেনা ক্যাম্পে হস্তান্তর করে।

এসময় ওই রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে সাহাবুদ্দিন নামে এক তরুনকেও আটক করা হয়। সাহাবুদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং এলাকার মিরাজ মিয়ার ছেলে।

আটক সাহাবুদ্দিন জানায়, সে আলীকদম বাজারের কাঠ ব্যবসায়ী রাণী বেগমের লামা খালের আগায় দূর্গম কুরিং পাড়ার বাগানে লাকড়ি সংগ্রহের কাজে ওই রোহিঙ্গাদের নিযুক্ত করেছিল।

রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার (ওসি) ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, রুপসীপাড়া সেনা ক্যাম্প থেকে ফোনে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আটক রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, জানান ওসি।

এদিকে র্দুগম এলাকাগুলোতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।

শেয়ার করুন