লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সেনাবাহিনী

বুধবারের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের নিত্যপন্য এবং নগদ অর্থসহায়তা প্রদান করে সেনাবাহিনীর লামা সাব জোন।

রফিকুল ইসলাম,বান্দরবান ( লামা ) প্রতিনিধি ।। বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নে দূর্গম লুলাইং হেডম্যান পাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে লামা সাব জোনের একটি সেনাবাহিনী টিম। জরুরী ত্রাণ সহায়তার পাশাপাশি আহতদের স্বাস্থ্য সেবাও দিয়েছে সেনাবাহিনীর ওই সাবজোন।

লুলাইং এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ আগুনে মাংক্রাত মুরুং, থংপে মুরুং, লংথন মুরুং, রুমরই মুরুং, রিংয়ং মুরুং, মেনওয় মুরুং, লাংপুং মুরুং ও পালে মুরুং এর বসতঘর পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলে তাদের জরুরী ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ চিকিৎসা সেবার প্রয়োজন হয়ে পড়ে।

দূর্গমের এই নৃ-গোষ্ঠী পরিবার গুলোর করুণ পরিণতির কথা চিন্তা করে লামা সাব জোন থেকে ত্রাণ সেবা, শীতবস্ত্র ও স্বাস্থ্য সেবা নিয়ে সেনাবাহিনীর একটি টিম সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায়।
এসময় আগুনে পুড়ে যাওয়া প্রতিটি প্রতিটি পরিবারকে ১০ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং নগদ টাকা প্রদান করা হয়।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে লামার গজালিয়া ইউনিয়নে দূর্গম লুলাইং হেডম্যান পাড়ায় আগুনে পুড়ে ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় প্রেনচং মুরুং নামে একজন প্রতিবন্ধী কিশোর পুড়ে নিহত হয়।

শেয়ার করুন