করোনা মহামারী মোকাবেলায়
যোগব্যায়ামে রোগপ্রতিরোধ ক্ষমতা ও মনোবল বাড়াচ্ছেন পুলিশ সদস্যরা

ব্যারাকে যোগব্যায়ামে অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: খোলা চোখ

করোনাভাইরাস মহামারীতে রোগপ্রতিরোধ ক্ষমতা এবং মনোবল বাড়াতে যোগব্যায়াম করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কূটনৈতিক নিরাপত্তা বিভাগের প্রায় ১ হাজার সদস্য এই কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সপ্তাহে তিন দিন করে দুই ঘন্টাব্যাপী যোগব্যায়াম সেশনে যোগ দিচ্ছেন ডিসি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সব সদস্য।

যোগব্যায়ামে পুলিশ সদস্যরা। ছবি: খোলা চোখ

কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম জানান, ‘দুর্যোগকালীন সময়ে আমাদের সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। লকডাউন কার্যকর করা থেকে শুরু করে মৃত ব্যক্তিদের সৎকার পর্যন্ত সব ধরনের কাজই এখন পুলিশকে করতে হচ্ছে। এখন তাদের অন্য সময়ের চেয়ে বেশি শারিরীক সুস্থতা এবং মানসিক শক্তি দরকার।’

সহকারি কমিশনার রাজন কুমার সাহা বলেন, ‘উপ-পুলিশ কমিশনারের নির্দেশে আমরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছি। মহামারী কেটে না যাওয়া পর্যন্ত এটি চালু রাখার পরিকল্পনা আছে।’

যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে কাজ করছে ‘এভারগ্রীন ইয়োগা’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এর প্রশিক্ষকদের মধ্যে একজন শামা মাখিং। তিনি জানান, আমরা বেশ কিছুদিন ধরে ঢাকায় যোগব্যায়াম প্রশিক্ষণ দিয়ে আসছি। এখন পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। করোনাভাইরাস মোকাবেলায় দেশের পুলিশ সদস্যদের সাথে কাজ করতে পারাটা আমাদের জন্যে আনন্দের।’

বার্তা সংস্থা ইউএনবি জানাচ্ছে, পেশাগত দায়িত্ব পালনের সময় সারা দেশে গত ৮ জুন পর্যন্ত মোট ৭ হাজার ২১ জন পুলিশ সদস্য করোনাভাইাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯১৩ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

পুলিশ সদস্যদের মধ্যে মোট আক্রান্তের ১ হাজার ৮৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

ইতোমধ্যে ১৮ পুলিশ সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শেয়ার করুন