মাতামহুরী রেঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচীর চেক বিতরণ

সামাজিক বনায়নের লভ্যাংশের চেক তুলে দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের হাতে

আলীকদম (বান্দরবান): বান্দরবানের লামায় সামাজিক বনায়ন কর্মসূচীর উপকারভোগীদের মাঝে লভ্যাংশের টাকার চেক বিতরণ করা হয়েছে। বন বিভাগের মাতামুহুরী রেঞ্জে ২০০৩-২০০৪ আর্থিক সনের কর্মসূচীর লভ্যাংশ এটি।

রবিবার (১৭ মে) আলীকদম উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম। উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়ছার এবং ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামশুল হুদা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৩-২০০৪ সালে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের ব্লকউড আবর্তকাল সম্প্রতি পূর্ণ হয়। গত ২০১৮-২০১৯ অর্থবছরে বিএফআইডিসিকে গড় নিলামে ৬০ হেক্টর বাগানের গাছ বিক্রি করা হয়। এতে মোট বিক্রি মূল্য দাঁড়ায় ৬০ লাখ ৪৮ হাজার ৪৬৪ টাকা। ৪৫ শতাংশ হারে সরকারি কোষাগারে জমা হয় ২৭ লাখ ২১ হাজার ৮০৮ টাকা। একইসঙ্গে ৪৫ শতাংশ হারে ৬০ জন উপকারভোগী পান ২৭ লাখ ২১ হাজার ৮০৮ টাকা। এর মধ্যে সরকার এবং উপকারভোগী মিলে ১০ শতাংশ অর্থ হিসেবে ৬ লাখ ৪ হাজার ৮৪৭ টাকা বৃক্ষরোপন তহবিলের জন্য রাখা হয়েছে।

মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী জানান, দুটি ব্লকে তাদের ৬০ জন উপকারভোগী রয়েছে। প্রত্যেকে ৪৫ হাজার ৩৬৩ টাকা হারে লভ্যাংশ পাবেন। এর মধ্যে ৪৯ জন উপকারভোগী সদস্যের মাঝে ২২ লাখ ২২ হাজার ৭৮৭ টাকার চেক বিতরণ করা হয়েছে। অন্য উপকারভোগীদের চেকও আবেদন করলে প্রদান করা হবে।।

শেয়ার করুন