বোমাং সার্কেলে সংবাদ সম্মেলন: নিরাপত্তাহীনতায় হেডম্যানরা

পার্বত্য চট্টগ্রামে হেডম্যানরা সরকারের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে শত বছর ধরে কাজ করছে। বিভিন্ন উন্নয়নে সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু সম্প্রতি একজন মৌজার হেডম্যানকে অপহরণ করে হত্যার ঘটনায় হেডম্যানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন বান্দরবানে বোমাং সার্কেলে বিভিন্ন মৌজার হেডম্যান।

রাঙ্গামাটির রাজস্থলীতে ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদারে হত্যার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে এভাবে নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন তাঁরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের উজানী পাড়ার বোমাং সার্কেল কার্যালয়ের সম্মেলন কক্ষে হেডম্যান এসোসিয়েশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসোসিয়শেন সাবেক সাধারণ সম্পাদক ও সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াইচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোমাং সার্কেল চীফ রাজা উচপ্রু চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দীপময় তালুকদারে হত্যার ঘটনা অত্যন্ত দু:খজনক। এতে কে বা কারা জড়িত তা কেউ জানে না। কিন্তু তদন্ত করে বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দিতে হবে।

সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরী আরও বলেন, হেডম্যানদের সাহায্য পাওয়ার কিছু নেই। সবাই নিজে নিজে রক্ষা করে চলছেন। এলাকায় শান্তি বজায় রাখতে গিয়ে কেউ ক্ষুব্ধ হতে পারেন। এখন হেডম্যানের উপর আক্রমণের ঘটনায় আর কেউ নিরপদ নন।

বান্দরবান বোমাং সার্কেল ১০৯টি মৌজার হেডম্যান ও হাজারের উপর কারবারীদের (গ্রামপ্রধান) নিয়ে নিজেদের প্রথাগত নিয়ম টিকিয়ে রাখছেন। এর মধ্যে রাজস্থলী ও কাপ্তাই রাঙ্গামাটি জেলাধীন হলেও দুই উপজেলার ১৪টি মৌজা বান্দরবান বোমাং সার্কেলে অন্তর্ভুক্ত বলে জানান এই সার্কেল চিফ।

সম্মেলনে এসোসিয়েশনের সাবেক সাধরাণ সম্পাদক ও আলেক্ষ্যং মৌজার হেডম্যান সাশৈপ্রু বলেন, সার্কেলে কোনো মৌজার হেডম্যান উপর ৫০ বছরে এরকম সরাসরি হামলা হয়নি। অপরাধী যে হোক তাকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

লিখিত বক্তব্য পাঠ করেন হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আলীকদমের চাম্বি মৌজার হেডম্যান টিমংপ্রু মারমা।

বিভিন্ন মৌজার হেডম্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন রুমার লাললিয়ান বম সাইলুক, থানচির হ্লা ফ সু মারমা, আলীকদমের মংক্যনু মারমা ও বালাঘাটার মৌজার সাচপ্রু মারমা মংনু।

গত ২২ অক্টোবর রাঙ্গামাটির রাজস্থলীতে ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও বিএনপি নেতা দীপময় তালুকদারকে অস্ত্রের মুখে অপহরণ করে একদল সন্ত্রাসী। পরের দিন সকালে এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন