বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন ইরানি রেফারি

রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইরানি রেফারি আলীরেজা ফাগানি। একই দেশের রেজা সোখানদান ও মোহাম্মদ মানসুরি সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আগামী ১৪ জুন স্থানীয় সময় বিকেল ৫টায় ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আলীরেজা ফাগানি ও তার দুই সহকারী রেফারি চলতি বিশ্বকাপেরনকআউট পর্বে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচটি পরিচালনা করেন। এছাড়া, গ্রুপ পর্বে জার্মানি-মেক্সিকো ও সার্বিয়া-ব্রাজিল ম্যাচ পরিচালনা করে প্রশংসিত হন।

আগামী ১৫ জুন ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে ২০১৮ বিশ্বকাপের পর্দা নামবে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারি নেস্তর পিটানা। তার সহকারী হিসেবে থাকবেন একই দেশের হেরনান মাইডানা ও জুয়ান বেলাত্তি।

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্পেন, পর্তুগাল ও মরক্কোর বিরুদ্ধে প্রতিযোগিতায় নামে ইরান।  ১৫ জুন নিজেদের প্রথম খেলায় আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোকে ১-০ গোলে পরাজিত করে তারা। এরপর নিজেদের দ্বিতীয় খেলায় বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি স্পেনের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে যায়। এরপর তৃতীয় ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে ১-১ গোলে ড্র করে।

ইরান বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও রেফারি ফাগানি ও তার টিম এখনো রেফারি হিসেবে ইরানের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন।

২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) রেফারিদের তালিকাভুক্ত হলেও বিশ্বকাপে এই প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয় ফাগানিকে। ২০১৪’র বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে দু’বার ইরানের বর্ষসেরা রেফারি নির্বাচিত হন আলীরেজা ফাগানি।#

শেয়ার করুন