বিদেশি বাসিন্দাদের হজ নিবন্ধন কার্যক্রম শুরু করলো আরব

হজ পালনের দৃশ্য। ফাইল ছবি

সৌদি আরব তাদের দেশে থাকা বিদেশি নাগরিকদের জন্য হজ নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। করোনাভাইরাসের কারণে এ বছর স্বল্প পরিসরে হজ পালনের সিদ্ধান্ত গ্রহণের পর দেশটি এ কার্যক্রম শুরু করলো।

সৌদি হজ কর্তৃপক্ষ জানায়, সৌদিতে থাকা বিদেশি প্রায় এক হাজার মানুষকে তারা এ বছরের হজ পালনে অংশ নেওয়ার সুযোগ দেবে।

আগামী জুলাই মাসের শেষের দিকে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির হজ মন্ত্রণালয় জানায়, ডায়াবেটিস ও হৃদরোগের মতো আগের কোন স্বাস্থ্যগত জটিলতা নেই এমন ২০ থেকে ৬৫ বছর বয়সের বিদেশি নাগরিকদের হজের নিবন্ধন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আগ্রহীরা https://localhaj.haj.gov.sa ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।

মন্ত্রণালয় আরো জানায়, এ নিবন্ধন প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত চালু থাকবে। পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর আগে হজযাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করাতে এবং হজব্রত পালনের পর বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি মাত্রায় কোভিড- ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় এর লাগাম টেনে ধরতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এএফপি।

শেয়ার করুন