বান্দরবান স্বাস্থ্য বিভাগে যুক্ত হলেন নতুন ১০ চিকিৎসক

বান্দরবান প্রতিনিধি: করোনা আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্য নিয়ে বান্দরবান স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছেন নতুন ১০ চিকিৎসক।

৩৯ তম বিসিএস এর দ্বিতীয় পর্যায়ে নিয়োগপ্রাপ্ত এই ১০ চিকিৎসক গত ১২ মে বান্দরবানে যোগদান করেছেন। পরে তাদেও বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়।

সিভিল সার্জন অংসুইপ্রু জানান, করোনার এই দুঃসময়ে বান্দরবান স্বাস্থ্য বিভাগে নতুন চিকিৎসকদের যোগদান বান্দরবানবাসীর জন্য অবশ্যই সুখবর। এর ফলে এখানকার চিকিৎসক সংকট কমবে এবং সেবায় গতি বাড়বে।

তিনি বলেন, নতুন যোগ দেয়া চিকিৎসকদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন, আলীকদমে ২ জন, নাইক্ষ্যংছড়িতে ২ জন এবং লামা ও রুমা উপজেলায় ১ জন করে পদায়ন করা হয়েছে।

আইসোলেশন ওয়ার্ডের পাশাপাশি এসব চিকিৎসক নিয়মিত চিকিৎসা সেবাও প্রদান করবেন।

শেয়ার করুন