বান্দরবান সরকারি কলেজে বসন্তবরণ উৎসবে মাতলেন শিক্ষক-শিক্ষার্থীরা

বান্দরবান সরকারি কলেজে বসন্ত উৎসবে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

বিপুল উৎসাহ এবং উদ্দীপনায় বসন্ত ঋতুকে বরণ করেছে বান্দরবান সরকারি কলেজ। বাসন্তী গান,নাচ,কবিতা আবৃত্তির মাধ্যমে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে।

সকালে বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে সমবেত হয়।শোভাযাত্রায় বান্দরবান সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বান্দরবান সরকারি কলেজে বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়

এর পরে কলেজের ক্যাম্পাসে পিঠা উৎসব ও উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় । শিক্ষার্থীরা নানা রঙের শাড়ি-পাঞ্জাবি পরে উচ্ছ্বাসমুখর এসব আয়োজনে অংশ নেয়।

বসন্ত বরণ উৎসব ১৪২৬ এর উদ্বোধন করেন বান্দরবান সরকারি কলেজের  উপাধ্যক্ষ প্রফেসর মো.নুরুল মোমেন। উদ্বোধনী বক্তব্যে তিনি  বলেন,‘শহুরে জীবনে বাংলার ১২ মাস ও ছয় ঋতুর স্বাদ,গন্ধ এবং বৈচিত্র্য অনুভব করা প্রায় অসম্ভব। বিশ্বায়নের এই যুগে ঋতু বৈচিত্রের রূপ হারিয়ে যাচ্ছে। তাই, বাঙালির ঐতিহ্য এবং ইতিহাস ধরে রাখতে ঋতুভিত্তিক উৎসবের গুরুত্ব অপরিসীম’।

এরপর কলজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী মান্নীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা  আবৃত্তি,গান ও নৃত্য পরিবেশন করে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন