বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন

বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক টানেলের উদ্বোধন করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান প্রতিনিধি – বান্দরবান সদর হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সোমবার সকালে হাসপাতালের মূল ফটকে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, ডেপুটি সিভিল সার্জন ডা: মংটিঞো, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: জসিম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ বান্দরবানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদর হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন