বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

বান্দরবান ৩০০ নং আসনের দুর্গম ১৩ টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে ভোটের সরঞ্জাম ও ভোটগ্রহনের জন্য কর্মকর্তা কর্মচারীদের পাঠানো হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু করে কয়েক দফায় বান্দরবান সেনানিবাস থেকে জেলার এসব দুর্গম ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে যায় সেনাবাহিনীর হেলিকপ্টার।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান,“ সর্বমোট ১৩ টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠাতে হেলিকপ্টার পাঠানো হয়েছে। ওসব কেন্দ্রে যাতায়াতের অন্য কোন ব্যবস্থা না থাকায় হেলিকপ্টারের সহযোগিতা নেয়া হয়েছে”।

বান্দরবান আসনে এবারের ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ১শত ৩০ জন এবং নারী ভোটার ১, ১৮ হাজার ৭শত ৫৪ জন নারী ভোটার। জেলার মোট ভোট কেন্দ্র ১শত ৭৬ টি।

এবারের নির্বাচনে বান্দরবান আসন থেকে আওয়ামীলীগ বিএনপিসহ মোট প্রার্থী রয়েছেন ৪ জন।

শেয়ার করুন