বান্দরবানে গড়ে তোলা হবে “র্পাবত্য ক্রীড়া কমপ্লেক্স” – ক্য শৈ হ্লা

মঙ্গলবার বান্দরবান প্রেস ক্লাবে সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা।

রফিকুল আলম মামুন, বান্দরবান।। পার্বত্য এলাকার ক্রীড়া বিকাশে বান্দরবানে “পার্বত্য ক্রীড়া কমপ্লেক্স” গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। এ লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরির কাজও বেশ এগিয়ে গেছে বলে জানান তিনি।  কমপ্লেক্স গড়ে তোলা হলে বান্দরবানে সব ধরনের ইনডোর প্রতিযোগিতা ও অনুশীলনের নতুন দ্বার উম্মোচিত হবে। মঙ্গলবার প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক র্নিবাচিত হওয়ায় প্রেস ক্লাব ও গণমাধ্যম কর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কেএম জাহাঙ্গীর, সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, আলাউদ্দিন শাহরিয়ার, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন, সহ-সম্পাদক রফিকুল আলম মামুনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের র্নিবাচনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্য শৈহ্লা বলেন, শুরুর দিকে নানা প্রতিকুলতা দেখা দিলেও শেষ পর্যন্ত সবার সমর্থন নিয়ে আমি সাধারণ সম্পাদক র্নিবাচিত হই। এজন্য চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছিরসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি আমি কৃতজ্ঞ।
এখন আমার লক্ষ্য হলো এদেশের কারাতে’কে এশিয়ার শ্রেষ্ঠত্ব এনে দেয়া। এ লক্ষ্যে আমি কাজ করে যাবো। জাতীয় দলের জন্য বিদেশী কোচ নিয়োগেরও কাজ চলছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন।

তিনি বলেন- জেলা ক্রীড়া সংস্থা সক্রিয় হলে এখানে আরো ভালো কিছু করা যাবে। তবে সেক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থা ও খেলাধুলার সাথে জড়িতদের আরো উদ্যোগী হতে হবে।

ক্যশৈহ্লা বলেন- পাহাড়ের ছেলে মেয়েরা কারাতের জন্য দারুন উপযোগী। তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতেও আমার ফেডারেশন বিশেষ কিছু করবে। এ লক্ষ্যে আগামি বছর একটি র্টুনামেন্ট আয়োজনের চিন্তা আছে।
এ ছাড়াও কারাতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে বেশ কিছু পরিকল্পনার কথা জানান তিনি।

গত ১২ এপ্রিল বাংলাদেশ কারাতে ফেডারেশনের র্নিবাচনে আলী আহসান বাদলের প্যানেলকে হারিয়ে ক্য শৈহ্লা শাহজাদা পরিষদ জয় লাভ করে।

শেয়ার করুন