বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ জুলাই থেকে পুলিশের অভিযান: যেসব সিদ্ধান্ত হলো

সড়ক দুর্ঘটনা রোধে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত বিশেষ সভার একাংশ। ছবি: মিটুন দাশ

সড়ক দুর্ঘটনা রোধ এবং চলাচলে শৃঙ্খলা ফেরাতে ১ জুলাই থেকে কঠোর অভিযানে নামছে জেলা পুলিশ। তার আগে পরিবহন চালক ও মালিক সমিতিগুলোকে নির্দিষ্ট কিছু নিয়ম বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

২৭ জুন সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের ট্রাফিক বিভাগ, পৌরসভা, বিভিন্ন পরিবহনের চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে-
টমটম: শহরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিক্সা বা টমটমে ৫ জনের বেশি যাত্রী পরিবহন না করা, ভাড়া পূণঃনির্ধারণ, চালকদের জন্য ইউনিফর্ম, ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি না চালানো, ফিটনেস পরীক্ষার মাধ্যমে চলাচলের অনুপযোগী টমটম বাতিল ঘোষনা করা, অতিরিক্ত এলইডি লাইট অপসারন।
তিন চাকার মাহিন্দ্রা সিএনজি: রেজিস্ট্রেশনবিহীন সবগুলো তিন চাকার গাড়ি দ্রুত রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা, ভাড়ার নির্ধারন করে তালিকা প্রকাশ।
মটর সাইকেল: হেলমেটবিহীন মটর সাইকেল চালনা বন্ধ, মটর সাইকেল থেকে অতিরিক্ত লাইট অপসারন, হেডলাইটের উপরের অংশে কালো টেপ বা রং লাগিয়ে দেওয়া।
মাহিন্দ্র পিকআপ বা চাঁদের গাড়ি: লাইসেন্সবিহীন চালকদের দ্বারা গাড়ি চালানো বন্ধ করা, গাড়িতে মিউজিক সিস্টেম ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, শহরের মধ্যে রাস্তা দখল করে গাড়ি পার্ক না করা।
ট্রাক: ধারনক্ষমতার অতিরিক্ত মালামাল পরিবহন না করা, গাড়ির বডির বাইরে মাল বোঝাই না করা।
বাস: নির্মাধাণীন কেন্দ্রীয় বাস টার্মিনালের কিছু অংশ সাময়িক ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেবে পৌরসভা। বাস স্ট্যান্ডে জট তৈরি করে অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকবে না। যাত্রী ওঠানামা শেষে সেগুলো বাস টার্মিনালে চলে যাবে।

পুলিশ সুপার জেরিন আখতারের সভাপতিত্বে সভাটিতে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, শৈলশোভা সড়ক পরিবহন সমিতির সভাপতি মোঃ আবদুল কুদ্দুছ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, টমটম মালিক ও চালক সমিতি, মাহিন্দ্রা থ্রি হুইলার চালক সমিতি, জীপ, পিকআপ ও মাইক্রোবাস মালিক সমিতি, বান্দরবান বাস মালিক সমিতি, ভাড়ায় চালিত মটর সাইকেল চালক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলার বাইরে থেকে আসা পর্যটকবাহী গাড়ির চালকদের সচেতনতার জন্য বান্দরবান প্রেস ক্লাব ও জেলা পুলিশের উদ্যোগে লিফলেট তৈরি করে তা রেইছা চেক পোস্ট থেকে বিতরণের সিদ্ধান্তও হয় সভাটিতে।

শেয়ার করুন