বান্দরবানে সাড়ে সাত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন পার্বত্য মন্ত্রী

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে সদর উপজেলায় ৭ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও ৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়া, উজানি পাড়া এবং সদর উপজেলার ফারুক পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন করে এই ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সমতলের মত পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করে আগামীতেও আওয়ামী লীগ সরকারের পাশে সবাইকে থাকার আহবান জানান।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌর মেয়র মোঃ শামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।

উদ্বোধন ও ভিত্তি স্থাপনকৃত কাজগুলোর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আর.সি.সি রাস্তা, আর.সি.সি ড্রেইন, নদীর ঘাটে নামার সিঁড়ি, নদীর পাড়ের আর.সি.সি রাস্তা, ড্রেইন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে উপাসিকাদের চেরাংঘর নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজ।

শেয়ার করুন