বান্দরবানে সাঙ্গু নদী থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সাঙ্গু নদী ও স্থানীয় ঝিরি-ঝর্না থেকৈ প্রাকৃতিক পাথর উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন করে মারমা স্টুডেন্টস কাউন্সিল।

উসিথোয়াই মার্মা, বান্দরবান ॥ বান্দরবানে সাঙ্গু নদীসহ বিভিন্ন এলাকা থেকে প্রাকৃতিক পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল। এতে কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন নাগরকি সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাঙ্গু নদীসহ জেলার কয়েকটি উপজেলায় বিভিন্ন ছড়া-ঝিরি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় পানি সংকটে ভুগছে দুর্গম এলাকার মানুষ। পাথর উত্তোলন বন্ধ করা না হলে একসময় সাঙ্গু নদীও হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা এবং বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন-এর জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই।

শেয়ার করুন