বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

মংখিং মারমা, বান্দরবান ॥ বান্দরবানে শুরু হয়েছে বর্ষবরণের উৎসব। ভিন্ন ভিন্ন নৃ-গোষ্ঠীর সদস্যরা এই উৎসবকে ভিন্ন নামে উদযাপন করে থাকেন। তবে বান্দরবানে মারমারা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এই উৎসব সাংগ্রাই উৎসব নামেই বেশি পরিচিত হয়ে ওঠে।

বৈসাবি উপলক্ষে শুক্রবার সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজার মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানেই শেষ হয়। সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথ ভাবে এ র‌্যালির আয়োজন করে।

বান্দরবানে বর্ষবরণ উপলক্ষে বয়স্কপূজা করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

র‌্যালির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি.। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, ফিলিপ ত্রিপুরা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা সহ সরকারি-বেসরকারি প্রশাসনিক কর্মকর্তারা। র‌্যালিতে মারমা, চাকমা, ত্রিপুরাসহ জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের লোকজন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন।

সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কোকোচিং মারমা জানান, চার দিনের এ উৎসবে বুদ্ধ মূর্তি স্নান, পিঠ তৈরি উৎসব, মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া জেলার বাকি ছয় উপজেলাতেও এ ধরনের নানা কর্মসূচির আয়োজন থাকবে প্রায় সপ্তাহজুড়ে।

শেয়ার করুন