বান্দরবানে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে প্রচার অভিযান

মংখিং মারমা, বান্দরবান ।। বান্দরবান জেলার সাতটি উপজেলাই ম্যালেরিয়া প্রবণ এলাকা। এ বিষয়ে জেলার রোয়াংছড়ি উপজেলায় ম্যালেরিয়া জীবাণুর বিস্তার সর্ম্পকে ধারণা ও ম্যালেরিয়া নির্মূল বিষয়ক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির উদ্যোগে বৃহষ্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, বিশেষ অতিথি ছিলেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির মনিটরিং এন্ড ইভালুয়েশন এক্সপার্ট ডা. মোঃ নজরুল ইসলাম, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম, কীডস তত্ত্ব বিশেষজ্ঞ মোঃ খলিলুর রহমান, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার দিলীপ কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় পাহাড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা যেতো। কিন্তু বর্তমানে এ হার খুবই কম। ভবিষ্যতে এ হার শূণ্যের কোটায় নামিয়ে আনা, ম্যালেরিয়ার জীবাণুচক্র সর্ম্পকে ধারণা দেওয়া এবং নির্মূলের লক্ষ্যে জেলা ও উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে সরকার কাজ করে যাচ্ছে।

 

শেয়ার করুন