বান্দরবানে মোবাইল সার্ভিসিং, বিউটিফিকেশনসহ ৫ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর

বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তরে সেলাই শিখছেন এক প্রশিক্ষণার্থী।

বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সদর ও উপজেলাগুলোতে চলছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। ১ এপ্রিল হতে জুন পর্যন্ত জেলা কার্যালয়ে শুরু হবে আধুনিক দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারী, বিউটিফিকেশন, শো-পিস তৈরিসহ মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ।

রোয়াংছড়ি কার্যালয়ে চলবে আধুনিক দর্জি বিজ্ঞান ও মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ। রুমা এবং থানচিতে রয়েছে মাশরুম চাষ ও আধুনিক দর্জি বিজ্ঞান কোর্স। লামায় রয়েছে আধুনিক দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন । আলীকদমে রয়েছে আধুনিক দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন শেখার ব্যবস্থা এবং নাইক্ষ্যংছড়িতে আধুনিক দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক শেখার ব্যবস্থা।

জেলা সদরের তিন মাস মেয়াদী প্রতিটি কোর্সে ২০ জন ও উপজেলার প্রতিটি কোর্সে অংশ নিতে পারবে ২৫ জন নারী শিক্ষার্থী। এখানে ন্যুনতম ৫ম শ্রেণী পাশ করা ১৬ হতে ৩৫ বছর বয়সী স্বামী পরিত্যক্তা, বিধবা ও দুঃস্থ নারীদের অগ্রাধিকার দেয়া হবে। জেলা ও উপজেলা কার্যালয়ে আবেদন ফরম গ্রহণ ও জমা দেয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। আবেদন পত্রে নাগরিক সনদ, জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি যুক্ত করতে হবে। এক্ষেত্রে পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত ও অধ্যয়নরত ছাত্রীদের আবেদন গ্রহণ করা হবে না। দৈনিক হাজিরার ভিত্তিতে প্রতি প্রশিক্ষণার্থী পাবেন ১০০ টাকা হারে ভাতা ও সনদ প্রাপ্তির সুবিধা।

এছাড়াও রাজস্ব খাত থেকে রোয়াংছড়ি ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে আধুনিক দর্জি বিজ্ঞান শেখানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা কার্যালয়ের প্রশিক্ষক কাজল কান্তি দাশ।

শেয়ার করুন