বান্দরবানে মিছিল করতে পারেনি বিএনপি, তিন নেতা আটক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

কমর্সূচীর অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে জজ কোট এলাকায় সাধারণ সম্পাদক জাবেদ রেজার ব্যক্তিগত অফিসের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ এসে তা ছত্র ভঙ্গ করে দেয়।

এসময় ঘটনাস্থল থেকে কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা পারভেজ ও যুবদল নেতা রুবেল হোসেনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এর পর বাজারে জেলা বিএনপর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বান্দরবান জেলা যুবদলের সদস্য সচিব শাহদাত হোসেন জনি, বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, সদর পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা এধরনের ন্যাকারজনক হামালার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃতদের ধ্রুত মুক্তি দাবী করেন।

সদর থানার ওসি রফিকউল্লাহ বলেন, বিশৃংখলা সৃস্টির দায়ে বিএনপি নেতাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

শেয়ার করুন