বান্দরবানে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষনকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

বান্দরবানে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড এবং দেশ প্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে স্কুল শিক্ষার্থীরা।

৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় ডনবস্কো উচ্চ বিদ্যালয়র মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এক অনুষ্ঠানে প্রায় ৭শ’ শিক্ষার্থী এ কার্ড প্রদর্শন করে।

পরে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির অারাফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সিলভেষ্টার মৃধা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি অামিনুল ইসলাম বাচ্চু ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন।

নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ থেকে দূরে থাকতে ও সবসময় সত্য কথা বলতে শিক্ষার্থীদের শপথ পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াছির অারাফাত। তিনি তার বক্তব্যে বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের এমন কার্যক্রম সত্যিই প্রসংশনীয়। সামাজিক অান্দোলনই পারে শিক্ষার্থীদের সকল অন্যায় থেকে দূরে রাখতে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে ভ্রাম্যমান জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ ও ধর্ষণ প্রতিরোধমূলক কর্মসূচী শুরু করেন। তিনি বলেন ২০১১ সালের ২৪ মে কুমিল্লায় তার জমানো টিফিনের টাকা ও ছোট বোনের একজোড়া কানের দুল বিক্রির টাকা এবং সেনা কল্যাণ থেকে পাওয়া বৃত্তির টাকা দিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে সংগঠন প্রতিষ্ঠা করে সামাজিক অান্দোল শুরু করেন। গত কয়েক বছর তার জমানো টিফিনের টাকা বাঁচিয়ে চলতি বছরের ৮ মার্চ থেকে ৫ মাস ২৪ দিন সামাজিক অান্দোলনটি নিয়ে ৬৩ জেলায় কার্যক্রম পরিচালনা করেছেন। সোমবার ৬৩ তম জেলা হিসেবে বান্দরবানে কর্মসূচি পালন করেন। চলতি মাসের ৮ তারিখ কক্সবাজারে কার্যক্রমটি সমাপ্তি করবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন