বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস পালিত

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবান শহরের পুরাতন রাজবাড়ি মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়।

নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। শুক্রবার সকালে বান্দরবান শহরের পুরাতন রাজবাড়ি মাঠে কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইং চ প্রু মাস্টার। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে আদিবাসী স্বীকৃতি দেবার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক লেলুং খুমীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অনন্যা কল্যাণ সংগঠনের সভানেত্রী ডনাইপ্রু নেলী, বম সোশিয়াল কাউন্সিল এর সাবেক সভাপতি জুয়ামলিয়ান আমলাই, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ক্যসামং মারমা, নারীপক্ষের সদস্য শাহানা বেগমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন