বান্দরবানে বম ভাষার নতুন অভিধানে যোগ হলো বাংলা ও ইংরেজি

উসিথোয়াই মারমা, বান্দরবান ॥ প্রথম বারের মতো নিজেদের ভাষায় ত্রিভাষিক অভিধান রচনা করেছেন বান্দরবানের বম নৃ-গোষ্ঠীর সদস্যরা। বম ভাষার ১৩ হাজার ৫শ’টি শব্দের বাংলা ও ইংরেজি প্রতিশব্দ সংযোজন করা হয়েছে এই অভিধানটিতে। ৫ নভেম্বর রবিবার দুপুরে শহরের উজানী পাড়ায় বম কমিউনিটি হলে এই অভিধানের মোড়ক উন্মোচন করেন বম সোশ্যাল কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জোয়েল বম।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো ও ফিলিপ ত্রিপুরা, বম সোশ্যাল কাউন্সিলের সাবেক সভাপতি জুয়ামলিয়ান আমলাই, ইভানজেলিক্যাল খ্রিস্টিয়ান চার্চের পাদ্রী রেভারেন্ড পাকসিম বম ও বম সোশ্যাল কাউন্সিল বান্দরবান শাখার সভাপতি জলরেমথাং বম।

এর আগে শুধু বম ভাষায় রচিত অভিধান থাকলেও সেগুলোর বাংলা বা ইংরেজি প্রতিশব্দ ছিলোনা। নতুন এই অভিধানের মাধ্যমে অন্য ভাষাভাষী মানুষেরাও সহজেই বম ভাষা চর্চা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। অভিধানটির দাম ধরা হয়েছে ৫শ’ টাকা।

শেয়ার করুন