বান্দরবানে প্রতিবন্ধী মোনাফ পেলেন ‘অন্য ধরনের বাড়ি’

বান্দরবানের ছাইঙ্গা দানেশ পাড়ায় প্রতিবন্ধী আবদুল মোনাফের জন্য নির্মিত বিশেষ সুবিধাসম্বলিত বাসগৃহ। ছবি: জেলা প্রশাসকের ফেইসবুক

প্রতিবন্ধী মোঃ আবদুল মোনাফ পেলেন বাড়ি। সেই বাড়িতে ওঠার জন্যে আলাদা বাজেটে বানানো হলো সিঁড়ি। ভেতরে প্রতিবন্ধীবান্ধব হাই-কমোডের টয়লেট, বিদ্যুৎ সংযোগ, রাইস কুকারসহ তৈজসপত্র। বাড়ির সামনে তাঁকে খুলে দেওয়া হলো একটি দোকান।

সেই দোকান থেকে সদাইপাতি কিনে শিশুদের মাঝে বিলিয়ে দিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এভাবেই শুরু হলো গৃহহীন আবদুল মোনাফের নতুন জীবন।

১১ আগষ্ট বুধবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গা দানেশ পাড়ায় নির্মিত বাড়িটি বুঝিয়ে দেবার সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন উপ‌জেলা চেয়ারম‌্যান চহাইমং মারমা, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্ল‌্যাহ আল জা‌বেদ, সহকারি কমিশনার কা‌য়েসুর রহমানসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক জানান, আবদুল মোনাফ একজন শারিরীক প্রতিবন্ধী। তিনি গৃহহীন। ১০ বছর ধরে মসজিদে থাকতেন এবং জীবিকার জন্যে অন্যের উপর নির্ভরশীল ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বাড়ির সাথে তাঁকে আরও কিছু সুযোগ-সুবিধা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়ার বেশ কিছু বাড়ি পরিদর্শণ করেন এবং বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ কার্যক্রমে উপকারভোগীদের সম্পৃক্ততকরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন