বান্দরবানে পৌর কর্মচারিদের পূর্ণদিবস কর্মবিরতি

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পাবার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির এক পর্যায়ে শহরে মানববন্ধন করেন বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা।

নিজেদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বান্দরবান ও লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা।

২ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ উপলক্ষে একটি মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখা।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, পৌর কর্মচারিরা নিজেদের শ্রম-ঘামে নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করে। অথচ তাদের বেতন-ভাতা বকেয়া থাকে বছরের পর বছর। পৌরসভার নিজস্ব আয় থেকে তাদের বেতন-ভাতা প্রদান করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিনযাপন করতে বাধ্য হয়।

সরকারি রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা ও পেনশন সুবিধা নিশ্চিত করা হলে নগরবাসী অধিকতর সুবিধা পাবে বলে তারা মত প্রকাশ করেন।

‘নগরবাসীর যত সেবা, পৌর কর্মকর্তা কর্মচারি করেন তাহা’, ‘শ্রম অনুপাতে মজুরি চাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের বিকল্প নাই’- এসব স্লোগান নিয়ে ১ ও ২ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বান্দরবান ও লামা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা।

শেয়ার করুন