বান্দরবানে পৃথক এলাকায় পাহাড়ের মাটি চাপা পড়ে নিহত ২

বান্দরবান সদরের চিম্বুক পোড়া পাড়া ও লামা উপজেলার মধুঝিরি এলাকায় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই জন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই জন। আহত দুইজনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিম্বুক পোড়া পাড়ায় নিহত ব্যক্তির নাম মেনপং ম্রো (২৫)। তিনি শনিবার বিকেলে বাগানে কাজ করার সময় মাটি চাপা পড়ে মারা যান।

সদর উপজেলা চেয়ারম্যাম একেএম জাহাঙ্গীর বলেন, ‘মাটি চাপা পড়ে একজন মারা গেছে বলে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়েছি। তবে মোবাইল নেটওয়ার্কে সমস্যা থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ওয়াই জংশনের আর্মি ক্যাম্পে ঘটনার বিস্তারিত জেনে আমাদেরকে জানাতে অনুরোধ করা হয়েছে।’

অন্যদিকে, লামা সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মধুঝিরি আগা পাড়ায় শনিবার রাত ১টার দিকে বসতবাড়ির ওপর পাশের পাহাড়ের মাটি ধসে পড়ে। সেখানে ঘুমন্ত অবস্থায় মারা যান নুরজাহান বেগম। একই বাড়ির মোঃ ইরান ও ফাতেমা নামে দু’জন আহত হন। তারা স্বামী স্ত্রী।

লামা পৌরসভার মেয়র জহিরুল আলম জানান, ‘সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কবর দেবার ব্যবস্থা করেছি। আহত দু’জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শেয়ার করুন