বান্দরবানে পুলিশী বাধায় বিএনপি’র সমাবেশ পন্ড, ২ কর্মীকে থানায় নেয়া হয়েছে

পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে বান্দরবান জেলা বিএনপি’র একাংশের জনসমাবেশ। রবিবার সকালে ভারতের সাথে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবি, বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে সমাবেশ করতে চেয়েছিলেন বান্দরবান জেলা বিএনপ’র কিছু নেতাকর্মী।

রবিবার সকালে বান্দরবানে বিএনপি’র সমাবেশ পুলিশী বাধায় পন্ড হয়ে যায়।

শহরের চৌধুরী মার্কেট এলাকায় সমাবেশ শুরু করার সময় পুলিশ গিয়ে তাদের ব্যনার কেড়ে নেয় এবং নেতাকর্মীদের সমাবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হলে পুলিশ লাঠিচার্জ করে। সেখান থেকে ৩ কর্মীকে আটক করা হয়।

দলটির সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রশিদ জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করেছিলাম। হঠাৎ পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের বাধা দেয়, তারা ব্যানার কেড়ে নিয়ে লাঠিচার্জ করে। আমাদের ৩ জন আটক হয়েছে বলে শুনেছি। আমরা নিরাপদ জায়গায় সরে আছি তাই সঠিক খবর বলতে পারছিনা।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জানান, সমাবেশ থেকে ২ জনকে থানায় আনা হয়েছে। তারা নিজেদেরকে পথচারী বলে পরিচয় দিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন