বান্দরবানে পুলিশি বাধায় পন্ড বিএনপি’র মানববন্ধন কর্মসূচী

বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বান্দরবানে বিএনপি’র মানববন্ধন পন্ড করে দিয়েছে পুলিশ। কেন্দ্র ঘোষিত র্পূবর্নিধারিত কর্মসূচী পালন করতে বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা সকালে বান্দরবান শহরের চৌধুরী মার্কেটের সামনের সড়কে জড়ো হয়। এসময় কর্মসূচীর সর্মথনে মানববন্ধন করতে চাইলে পুলিশ নেতা এ সময় বাকবিতন্ডায় জড়ায় পুলিশ ও নেতাকর্মীরা।

জেলা বিএনপি’র সভানেত্রী মাম্যাচিং, সম্পাদক জাবেদ রেজাসহ দলের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর মৃদু লাঠিচার্য শুরু করলে কিছুটা বিশৃংখলা সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা সড়কের ওপর দাড়িয়ে তড়িঘড়ি করে মানববন্ধন করতে চাইলেও তা পুলিশি তৎপরতায় সম্ভব হয়ে ওঠেনি।

এরপর পর পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে যুবদলের তিন নেতা কর্মীকে আটক করে নিয়ে যায়। তারা হলেন- আবু সালেক, মো বাদশা ও সাদেক। জেলা বিএনপি’র সম্পাদক মো. জাবেদ রেজা শান্তির্পূন কর্মসূচীতে পুলিশের এমন আচরনের নিন্দা জানিয়েছেন।

এদিকে চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের আগে পরে জেলা সদর থেকে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের অন্তত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি র্নিযাতনের ভয়ে অনেক নেতা কর্মী গা ঢাকা দিয়েছেন।

শেয়ার করুন