বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি পেলো ৭৩৩ শিক্ষার্থী

বান্দরবানের শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানে প্রতিবছরের ন্যায় এবারেও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে ।

৩ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের অরুণ সারকী টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৩৩ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আর এই সরকারের আমলেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ড. শেখ ছাদেক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত প্রমুখ।

অনুষ্ঠানে বান্দরবানের সাত উপজেলা থেকে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ৩৩০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৪০৩ জনকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লক্ষ ৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন