বান্দরবানে দু’টি বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য মন্ত্রী

বান্দরবান জেলা বাস টার্মিনাল ও সদরের রুমা বাস টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ২৩ জুলাই শনিবার সকালে বান্দরবান সদরের হাফেজঘোনা এলাকায় ভিত্তিপ্রস্তরগুলো স্থাপন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭ কোটি টাকার এই উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হবে।  এর মধ্যে রয়েছে ৬ কোটি টাকায় বান্দরবান জেলা বাস টার্মিনালের উন্নয়ন ও ১ কোটি টাকায় সদরের রুমা বাস টার্মিনালের ভবন নির্মাণ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পাহাড়ে আমূল পরিবর্তন হয়েছে। নিজ এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এলাকার উন্নয়নে সরকারের পাশাপাাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বান্দরবান বাস টার্মিনালের সৌন্দর্য বৃদ্ধি ও যাত্রীসেবায় আশপাশের ব্যবসায়ী এবং পরিবহণ মালিক-শ্রমিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর প্রমুখ।

শেয়ার করুন