বান্দরবানে তিন দিনব্যাপী বই মেলা শুরু

বান্দরবানে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান ক্য শৈ হ্লা।

উদ্বোধনের পর জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় নতুন প্রকাশিত বইয়ের প্রকাশনা উৎসব। এ উৎসবে বান্দরবানের বিভিন্ন লেখকদের কাব্যগ্রন্থ ও ছড়া মিলে মোট ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, চার বছর ধরে ক্ষুদ্র পরিসরে বই মেলার আয়োজন করা হচ্ছে। প্রথম বছরে দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও এখন দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, একটি সভ্য জাতি গড়ে তুলতে বইয়ের বিকল্প নেই। সে কারণে আগামী বছর থেকে শহরের রাজার মাঠে ঢাকার বাংলা একাডেমীর আদলে বই মেলার আয়োজন করা হবে।

বই মেলা আয়োজক কমিটির আহবায়ক সিংইয়ং ম্রো’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ক্যনেওয়ং চাক ও ফাতেমা পারুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু এবং নীলপদ্ম সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক রিশু চৌধুরী।

আয়োজকরা জানান, মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এসময় লেখক কর্ণার নামে লেখক, পাঠক ও অতিথিদের নিয়ে আড্ডার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকবে স্বরচিত কবিতা আবৃত্তিও। ৩৫টি স্টলে স্থানীয়ভাবে বিভিন্ন পাঠাগার ও প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। পাহাড়ের ১১টি জাতিসত্ত্বার বর্ণমালা নিয়ে আয়োজন করা হয়েছে আদিবাসী বর্ণমালার মেলা।

শেয়ার করুন