বান্দরবানে তাজিংডং পাহাড়ের পাদদেশে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

তাজিংডং পাহাড়ের পাদদেশে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় বান্দরবানের থানচিতে তাজিংডং পাহাড়ের পাদদেশে ইটের ভাটা স্থাপনের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “তাজিংডং রক্ষা করি, পরিবেশ বাঁচাই” স্লোগানে রোববার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ছাত্র সমাজ, সচেতন নাগরিক, পাহাড়ী ছাত্র পরিষদসহ নয়টি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, প্লেকার্ড, পোষ্টার হাতে নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভুমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি জুয়ামলিয়ান আমলাই, ছাত্র সংগঠনের জেমি তঞ্চঙ্গ্যা, রুম ক্লান ম্রো, রুইলং খুমী, হালুই লুই বম, সমরীন ত্রিপুরা, মংনু চাক, পাহাড়ী ছাত্র পরিষদের নেতা থোয়াই ক্যজাই প্রমুখ।

মানববন্ধনে জুয়ামলিয়ান আমলাই বলেন, থানচি উপজেলার তাজিংডং পাহাড়ের পাদদেশে প্রাতা পাড়ায় অবৈধভাবে ইটের ভাটা স্থাপনের প্রক্রিয়া চলছে। প্রকৃতির মধ্যখানে পাহাড়িদের চাষাবাদের জমি দখল করে অবৈধভাবে ইটের ভাটা গড়ে উঠলে পাহাড়ের প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে। জীব-বৈচিত্র এবং বন্য প্রাণীরা বিলুপ্ত হবে। হুমকির মুখে পড়বে দেশের সর্বোচ্চ তাজিংডং পাহাড়ও। তাই আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষায় বনাঞ্চলের অভ্যন্তরে অবৈধভাবে ইটের ভাটা তৈরি প্রক্রিয়া বন্ধের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন